প্রতিষ্ঠানের ইতিহাস

বিদ্যালয়ের ইতিহাস
গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার অন্তর্গত হোসেনপুর উপজেলাধীন ৫ নং শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে অবস্থিত। বিদ্যালয়টির দক্ষিণ পাশে হোসেনপুর টু কালিয়াচাপড়া সি, এন্ড ,বি রোড বিদ্যমান । রোডের দক্ষিণ পার্শ্ব দিয়ে নরসুন্দা নদী বয়ে গেছে । তার দক্ষিণ পাশে পাকুন্দিয়া উপজেলা শুরু । প্রখ্যাত পুথি সাহিত্যিক গাজী কালু চম্পাবতী সহ প্রায় ৫৫টি গ্রন্থ প্রণেতা পীরে কামেল আব্দুর রহিম মুন্সির স্মৃতি বিজড়িত প্রাকৃতিক শোভায় সুশোভীত গলাচিপা গ্রামে হোসেনপুর উপজেলার দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় বিদ্যালয়টি অবস্থিত। এটি 1991 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় । বিশিষ্ট শিক্ষানুরাগী, প্রাক্তন চেয়ারম্যান এবং অধ্যক্ষ , প্রয়াত আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম সাহেব এবং তার ছেলে জনাব সিদ্দিকুর রহমান এর প্রতিষ্ঠাতা । তার ছোট তিন ভাই জনাব মোঃ আবু রায়হান, জনাব মোঃ আবুল কাশেম, জনাব মোঃ আব্দুল মান্নান এবং তার ভাতিজা জনাব মোঃ আতাউর রহমান বিদ্যালয়ের জমিদাতা । গ্রামের চারপাশে কাছাকাছি কোন প্রতিষ্ঠান না থাকায় এলাকার ছেলে-মেয়েদের লেখাপড়া তেমন সুযোগ ছিল না । লেখাপড়া করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো । এই অবস্থা দেখে তারা স্বপ্ন দেখেন, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠার । তারই ফলশ্রুতিতে তারা বিদ্যালয়ের জন্য ১.৫০(১৫০) শতাংশ জমি দান করেন । তাদের অক্লান্ত প্রচেষ্টা এবং এলাকাবাসীর সহযোগিতায় ১৯৯১ খ্রিস্টাব্দে বিদ্যালয়ে যাত্রা শুরু হয়ে ১১৯৫ খ্রিস্টাব্দে জুনিয়র শাখা এমপিওভুক্ত হয় । পরবর্তীতে 2002 সালে নবম শ্রেণী এমপিওভুক্তির মাধ্যমে পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ে উপনীত হয় । বিদ্যালয়টি অদ্যবধি পর্যন্ত লেখাপড়া, খেলাধুলা , শিল্প-সংস্কৃতিতে অত্যন্ত সুনামের সাথে কার্যক্রম অব্যাহত রেখে চলেছে । বিদ্যালয়টিতে অত্যন্ত অভিজ্ঞ শিক্ষকমন্ডলী এবং কর্মচারী রয়েছে । শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ , অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সকলের ঐকান্তিক সহযোগিতায় সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে । বিদ্যালয়টিতে অনেক শিক্ষার্থী বেরিয়ে গিয়ে স্ব স ক্ষেত্রে সুনামের সাথে তাদের মেধার স্বাক্ষর রাখছে । অনেকে প্রাইমারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিক্ষক হয়েছে । ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দেশের সেবা করে যাচ্ছে । বিদেশে অনেকে গবেষণা করছে, চাকরি করছে , শিক্ষকতা করছে । অনেকে ব্যবসা তে প্রতিষ্ঠা লাভ করেছে । বিদ্যালয়টি এলাকা তথা দেশের শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজকে আলোকিত করবে সর্বদা এটাই সকলের প্রত্যাশা
সভাপতির বাণী

সভাপতির বাণী
জ্ঞানই শক্তি, শিক্ষাই আলো । শিক্ষাই দূর করে দেয় জগতের সমস্ত অপশক্তি । শিক্ষা পারে তথ্য প্রযুক্তির সঠিক প্রয়োগ করে শিক্ষার্থী তথা সকল মানুষকে আধুনিক জীবনধারায় উন্নত করে সমৃদ্ধশালী দেশ গঠন করতে । এই শিক্ষার আলো চতুর্দিকে ছড়িয়ে দেয়ার জন্য গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয় কৃষ্টি , সভ্যতা , সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হয়ে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে ।
প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো যুগ উপযোগী করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়েছে। আধুনিক পাঠদান পদ্ধতি , নিয়মিত ক্রীড়া ও সংস্কৃতির চর্চা, বিতর্ক প্রতিযোগিতা , তথ্য প্রযুক্তি নির্ভর মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান , শিক্ষার্থীদের বিশেষ তদারকি ইত্যাদি বিদ্যমান। একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়েবসাইট চালু তার একটি অংশ। যার মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন তথ্য ও ছবি দেশ তথা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, সকলেই বিদ্যালয় সম্পর্কে জানতে পারবে। ঘরে বসেই ছাত্রছাত্রীরা রুটিন, সিলেবাস , হাজিরা , ফলাফল সব পাবে । অভিভাবকরা ও তাদের সন্তানদের পরীক্ষার রেজাল্ট, আচরনিক পরিবর্তন সফলতা সম্পর্কে ঘরে বসে জানতে পারবে। ফলশ্রুতিতে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে সুসম্পর্কের সেতুবন্ধন তৈরি হবে । তাছাড়া প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রী , বর্তমান এবং অনাগত শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য,বিভিন্ন অর্জন এবং বিদ্যালয়ে যাবতীয় কার্যক্রমের ব্যাপারে অভিভাবক , শুভানুধ্যায়ী, বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের প্রিয় প্রতিষ্ঠানের সমস্ত ইতিহাস ঐতিহ্য এবং বিদ্যালয়ের সফলতা ও অন্যান্য তত্ত্বাবলী ঘরে বসে দেখে উপকৃত ও আনন্দিত হবে । দূর থেকে ও বিদ্যালয়ের সাথে শুভাকাঙ্ক্ষীরা এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ হবেন । এতে প্রতিষ্ঠানটি মান উন্নয়নের এক নতুন মাত্রা যোগ হবে বলে আমার দৃঢ় বিশ্বাস । গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী , কমিটির সদস্যবৃন্দ , শিক্ষার্থী , সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি এবং ওয়েবসাইটটি সব সময় সকল বিষয়ে আপডেট তথ্য সংযুক্ত করে শুভ যাত্রা চলমান রাখবে এই প্রত্যাশা করছি।
আব্দুল্লাহ আল মামুন
সভাপতি
এড হক কমিটি
গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়
হোসেনপুর কিশোরগঞ্জ।
প্রধান শিক্ষকের বাণী

প্রধান শিক্ষকের বাণী
গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়টি 1991 খ্রিস্টাব্দে ১.৫০(১৫০) শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম এবং জনাব মোঃ সিদ্দিকুর রহমান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা । জমি দাতারা হলেন, জনাব মোঃ আবু রায়হান , জনাব মোঃ আবুল কাশেম, জনাব মোঃ আব্দুল মান্নান, জনাব মোঃ আতাউর রহমান। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে উন্নত শিক্ষা পদ্ধতি, রুচি শীল সংস্কৃতি, সুশৃংখল পরিবেশ ও নিয়মানুবর্তিতার জন্য এ প্রতিষ্ঠান এক স্বতন্ত্র মর্যাদায় অভিষিক্ত।
লেখাপড়ার পাশাপাশি শিল্প সংস্কৃতি ও খেলাধুলা সকল ক্ষেত্রেই প্রতিষ্ঠানটি রয়েছে গৌরবোজ্জ্বল সাফল্য। বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা এবং ক্রীড়াঙ্গনে রয়েছে ঈর্ষণীয় সাফল্য । উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে , আধুনিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিদ্যালয়ে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানে আমরা অঙ্গীকারাবদ্ধ । এ প্রতিষ্ঠানের অর্জিত ফলাফল এবং সার্বিক সফলতার ধারাবাহিকতা ও সুনাম অক্ষুন্ন রেখে আরো ভালো ফলাফল অর্জন করতে আমরা বদ্ধপরিকর। প্রতিষ্ঠান পরিচালনা ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষকমন্ডলী , পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত
মোহাম্মদ ওমর ফারুক
গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়
হোসেনপুর কিশোরগঞ্জ।
01309110309