প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলাধীন শাহেদল ইউনিয়নের নরসুন্দা নদীর তীরে গ্রামে মনোরম পরিবেশে গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। এই গ্রামের ৬ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোন মাধ্যমিক বিদ্যালয় ছিল না। বিশেষ করে মেয়েরা মাধ্যমিক শিক্ষা পেতো না। গলাচিপা গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী আউলিয়া পাড়া হুসাইনিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও সাহেদল ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মাওলানা আব্দুল হাকিম সাহেব ঐএলাকার কিশোর-কিশোরীদের মাধ্যমিক শিক্ষার জন্য গলাচিপা গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের জন্য জনাব আবু রায়হান ও জনাব মোঃ আবুল কাশেম ০-৬৫ একর করে জমি এবং জনাব আব্দুল মান্নান ও জনাব আতাউর রহমান .১০ একর করে জমি দান করতে সম্মত হন। তারপর জনাব মাওলানা আব্দুল হাকিম সাহেব ও তার ছেলে জনাব মোঃ সিদ্দিকুর রহমান বিদ্যালয়ের জন্য একটি ৬০ হাত দৈর্ঘের টিনের ঘর, স্থায়ী অ্যাকাউন্ট ও সঞ্চয়ী একাউন্টের জন্য কাম্য টাকা দেন। এলাকাবাসীকে বিদ্যালয়ে সম্পৃক্ত রাখার জন্য এলাকাবাসীর বাড়ি থেকে বাঁশ সংগ্রহ করা হয় এবং নামকরণ করা হয় গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়।
প্রতিষ্ঠাতা ;
১. জনাব মাওলানা আব্দুল হাকিম সাহেব
২. জনাব মোঃ ছিদ্দিকুর রহমান
জমিদাতা;
১. জনাব মোঃ আবু রায়হান
২. জনাব মোঃ আবুল কাশেম
৩. জনাব মোঃ আব্দুল মান্নান
৪. জনাব মোঃ আতাউর রহমান।
নৌ পরিবহন উপমন্ত্রী জনাব আলহাজ্ব এ বি এম জাহিদুল হক সাহেব বিদ্যালয়টি শুভ উদ্বোধন করেছিলেন।
তারপর বিদ্যালয়টি জনাব মাওলানা আব্দুল হাকিম সাহেব ও প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম খান এর প্রচুর পরিশ্রমে ১ জানুয়ারি ১৯৯৩ খ্রি. তারিখে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রথম একাডেমিক স্বীকৃতি লাভ করে এবং ১ জানুয়ারি ১৯৯৫ তারিখে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিও ভুক্ত হয়। ০১ জানুয়ারি ১৯৯৭ তারিখে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পঠদানের অনুমতি লাভ করে এবং পরে এমপিও ভূক্ত হয়।

প্রধান শিক্ষকের বাণী

image-not-found

শিক্ষা মানুষের আচরনের কাঙ্খিত পরির্তন করে আলোকিত নাগরিক তৈরী করে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য, তাই শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকেও স্মার্ট হতে হবে। যুগের প্রয়োজনে গতানুগতিক পাঠের পরিবর্তে শিখনবান্ধব আনন্দময় পরিবেশে সৃজনশীল,বাস্তবধর্মী, কর্মমুখী, মাল্টিমিডিয়া শ্রেণি কার্যক্রম ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবে আধুনিক পদ্ধতিতে পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে। শিক্ষায় প্রত্যাশিত উন্নয়ন ত্বরাম্বিত করে আগামী প্রজন্মকে দক্ষ ও যোগ্য বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় সর্বদাই নিবেদিত।

গুণগত শিক্ষা প্রদান, তথ্য ও প্রযুক্তির বিস্তরণ এবং বিদ্যালয়ের যাবতীয় শিক্ষা পরিষেবা শিক্ষার্থী, অভিভাবক, এবং সংশ্লিষ্ট সকলের হাতের নাগালে পৌঁছে দেয়ার জন্য একটি মানসম্মত ওয়েবসাইট চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

সভাপতির বাণী

image-not-found

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মধ্যে একটি স্বনামধন্য বিদ্যাপীঠ গলাচিপা মাথ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক,খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে বিদ্যালয়ের গৌরবময় পরিক্রমায় এবার যুক্ত হল নিজস্ব ওয়েবসাইট।
অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা এই ওয়েবসাইটের লক্ষ্য এবং উদ্দেশ্য। ওয়েবসাইট-এর মাধ্যমে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও অংশীজনগণ সহজ ও দ্রুততম সময়ে তথ্য ও উপাত্ত সেবা পাবে এবং দাপ্তরিক কাজের সচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে । বিশ্বায়নের এই যুগে প্রযুক্তিগত উন্নয়নের কোন বিকল্প নাই। উন্নয়নের স্বার্থেই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। ওয়েবসাইটটি শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে অভ্যস্থ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। পরিশেষে ওয়েবসাইটটির সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনা করি।